মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই
জব্বলপুর, ৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে প্রতিমা বিসর্জনের সময় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার রাতে টেমর ভিটা এলাকায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার পুলিশ সূত্রে জানা গ
দিল্লিতে লিফটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের


জব্বলপুর, ৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে প্রতিমা বিসর্জনের সময় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার রাতে টেমর ভিটা এলাকায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান টেমর ভিটার বাসিন্দা চিন্টু বিশ্বকর্মা (৩৮) ও অখিলেশ পটেল (৪৮)। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

মধ্যপ্রদেশের মন্ত্রী রাকেশ সিং দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। তিনি রবিবার গভীর রাতে জেলা হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande