স্ত্রীকে হত্যার অভিযোগে আটক পুলিশ কনস্টেবল
শান্তিরবাজার (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : স্ত্রীকে হত্যার অভিযোগে আটক হলেন পুলিশ কনস্টেবল। মৃত গৃহবধূর নাম কাসুতি রিয়াং (৪০)। রবিবার দক্ষিণ ত্রিপুরার বগাফাস্থিত তাঁর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর কাসুতি রিয়াংয়ের বাপেরবাড়ির লোকজন সর
ত্রিপুরা পুলিশ


শান্তিরবাজার (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : স্ত্রীকে হত্যার অভিযোগে আটক হলেন পুলিশ কনস্টেবল। মৃত গৃহবধূর নাম কাসুতি রিয়াং (৪০)। রবিবার দক্ষিণ ত্রিপুরার বগাফাস্থিত তাঁর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনার পর কাসুতি রিয়াংয়ের বাপেরবাড়ির লোকজন সরাসরি অভিযোগ করেন, শান্তিরবাজার থানায় কর্মরত কনস্টেবল রাজেশ রিয়াং তার স্ত্রীকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজেশ রিয়াংকে আটক করেছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি খুন না আত্মহত্যা, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande