খোয়াই (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : খোয়াই সুভাষ পার্কস্থিত সিপিআইএম লোকাল কমিটির অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। ঘটনা রবিবার গভীর রাতে। দুর্বৃত্তরা অফিসের সামনে স্থাপিত দলের পতাকার খুঁটি ভেঙে ফেলে। নিচ থেকে ইট ও পাথর ছুঁড়ে উপরের তলার কক্ষের কাচের জানালা ভেঙে দেয়।
হামলাকারীরা হাতুড়ি দিয়ে অফিসের দরজার তালা ভাঙার চেষ্টা করে কিন্তু ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। এরপর দুর্বৃত্তরা পার্টি অফিস সংলগ্ন একটি চায়ের দোকান ভাঙচুর করে। এগারোটি প্লাস্টিকের চেয়ার ভেঙে টুকরো টুকরো করে ফেলে।
ঘটনার পরপরই কানন দত্ত, মনোজ দাস, খোকন চক্রবর্তী এবং রতন দাস সহ সিপিআইএম নেতারা ঘটনাস্থলে ছুটে যান। খোয়াই থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণধন সরকার এবং অন্যান্য পুলিশকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেন।
সিপিআইএম নেতৃত্ব পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা ঘটনার তীব্র নিন্দা জানায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ