বিস্তর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করল মধুপুর থানার পুলিশ
বিশালগড় (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : প্রশাসনের পক্ষ থেকে অনেক পূর্বেই শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও একাংশ ব্যবসায়ীরা পুলিশ কিংবা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁকা পথে শব্দবাজি বিক্রি করছে। গোপন খবরের ভিত্তিতে এইসব দোকানগুলিতে হানা
শব্দবাজি বাজেয়াপ্ত


বিশালগড় (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : প্রশাসনের পক্ষ থেকে অনেক পূর্বেই শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও একাংশ ব্যবসায়ীরা পুলিশ কিংবা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁকা পথে শব্দবাজি বিক্রি করছে। গোপন খবরের ভিত্তিতে এইসব দোকানগুলিতে হানা দিল মধুপুর থানার পুলিশ।

সোমবার লক্ষ্মীপুজো। সেই উৎসবের দিন মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং এবং পুলিশ অফিসার উত্তম পালের নেতৃত্বে বিশেষ অভিযান সংঘটিত করা হয় কমলাসাগরের বিভিন্ন বাজারে। এদিন পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী নিয়ে প্রথমে মধুপুর বাজারের বিভিন্ন দোকানে হানা দেওয়া হয়। কয়েকটি দোকানে হানা দিয়ে লুকানো অবস্থায় দামি দামি শব্দবাজি উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে আনন্দ চৌমুহনী এলাকায় এবং দেবীপুর বাজারে হানা দেওয়া হয়। সেখান থেকেও বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় অর্ধ লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। যে দোকানগুলি থেকে এগুলি উদ্ধার করা হয়েছে সেসব দোকান মালিকের বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande