তেলিয়ামুড়ায় গৃহবধূর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, গ্রেফতার স্বামী
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর নয়াবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক গৃহবধূর বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা। মৃতার নাম শর্মিষ্ঠা মোদক (৩৬)। ঘটনার পর থেকেই শুরু হয় পুলিশি ত
আসামি গ্রেফতার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর নয়াবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক গৃহবধূর বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা। মৃতার নাম শর্মিষ্ঠা মোদক (৩৬)। ঘটনার পর থেকেই শুরু হয় পুলিশি তদন্ত।

গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার পুলিশ গ্রেফতার করে মৃতার দ্বিতীয় স্বামী গোপাল মোদককে। জানা যায়, তাকে কল্যাণপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিতভাবে এই বিষয়ে কিছু বলতে নারাজ।সোমবারই দুপুর নাগাদ তাকে খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ও আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande