পিতৃসম্পত্তি নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কৈলাসহর (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : পিতৃসম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ হারালেন বড় ভাই। সোমবার লক্ষ্মীপূজার সকালে ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কৈলাসহরের উত্তর গোবিন্দপুর ৭ নং ওয়ার্ড এলাকায়। মৃত
মৃত্যু


কৈলাসহর (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : পিতৃসম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ হারালেন বড় ভাই। সোমবার লক্ষ্মীপূজার সকালে ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার কৈলাসহরের উত্তর গোবিন্দপুর ৭ নং ওয়ার্ড এলাকায়।

মৃতের নাম রণধীর পাল (৬০), যিনি স্থানীয়ভাবে শ্যামল নামেও পরিচিত ছিলেন। জানা গিয়েছে, সকালে বৃষ্টির জলে প্লাবিত উঠোন থেকে জল বের করার কাজ করছিলেন রণধীর পাল। অভিযোগ, সেই সময় ছোট ভাই সঞ্জীব পাল তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন হঠাৎই রণধীর পাল মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন দ্রুত তাকে কৈলাসহরে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতের ছেলে রাজীব পাল থানায় কাকা সঞ্জীব পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, কাকার ঘুষির আঘাতেই তাঁর বাবার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীব পাল ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande