লক্ষ্মী পূজার সকালে রেলের ইঞ্জিনের ধাক্কায় দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : লক্ষ্মী পূজার সকালেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের। মৃতের নাম সুবল দাস। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিনট
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : লক্ষ্মী পূজার সকালেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের। মৃতের নাম সুবল দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিনটি চলে আসে। ইঞ্জিনটি বিশালগড়ের দিকে যাচ্ছিল। সঠিক সময়ে সরে যেতে না পারায় ধাক্কায় গুরুতর আহত হন সুবল দাস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে মাত্র দুই দিন আগে সুবল দাসের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande