লখনউ, ৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিউ হায়দারগঞ্জ চোর ঘাটির কাছে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাইকের দুই আরোহী গুরুতর আহত হন। ট্রাক্টর চালক পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । যেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এক পুলিশ আধিকারিক জানান, নিহতদের নাম অতুল কুমার (২১) এবং তাঁর বোন শ্বেতা (২৩)। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপতালে পাঠিয়েছে । ট্র্যাক্টরটি বাজেয়াপ্ত করে পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন