বাহরাইচ, ৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাস দুর্ঘটনায় আহত ২১ জন তীর্থযাত্রী। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার সকালে মোতিপুর থানার অন্তর্গত নানপারা–লখিমপুর মহাসড়কে। প্রায় ৭০ জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন তীর্থযাত্রী, যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, মনৌনা ধাম দর্শন সেরে ফিরছিলেন তাঁরা। এক পুলিশ আধিকারিক জানান, প্রায় ৭০ জন তীর্থযাত্রীকে নিয়ে যাওয়া বাসটি চহল্লুম ধাবার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য