কোপ্পালা, ৭ অক্টোবর (হি.স.) : কর্ণাটকের কোপ্পালা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , জাতীয় সড়কের কাছে কুকানপল্লী গ্রামে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , হুলিগেম্মা মন্দিরে পদযাত্রায় বের হওয়া একদল ভক্তকে পিষে দেয় একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, আহত হয়েছেন আরও চারজন। মৃতদের নাম অন্নপূর্ণা (৪০), প্রকাশ (২৫) ও শরণাপ্পা (১৯)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সিন্দগী থেকে বেঙ্গালুরুগামী একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। সকলেই রোনা তালুক–এর তারিহালা গ্রামের বাসিন্দা ছিলেন এবং পদযাত্রায় বের হয়েছিলেন হুলিগি গ্রামের হুলিগেম্মা মন্দিরের উদ্দেশে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন