বিহারে গাড়ি ও অটোর সংঘর্ষে মৃত ৩
রোহতাস, ৭ অক্টোবর (হি.স.) : বিহারের রোহতাস জেলায় গাড়ি ও অটোর সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে রোহতাস জেলার নওখা থানার অন্তর্গত গঙ্গহার টোলা এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোম
বিহারে গাড়ি ও অটোর সংঘর্ষে মৃত ৩


রোহতাস, ৭ অক্টোবর (হি.স.) : বিহারের রোহতাস জেলায় গাড়ি ও অটোর সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে রোহতাস জেলার নওখা থানার অন্তর্গত গঙ্গহার টোলা এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাসারাম থেকে বিক্রমগঞ্জের দিকে যাচ্ছিল অটোটি। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান অটোযাত্রী আশীষ কেশরি (২৫), শ্রীকান্ত প্রসাদ (৪৫) এবং সাহিল গুপ্তা। গুরুতর আহত বিশ্বাস কুমার ও বিরজু কুমারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক পলাতক। পুলিশ মৃতদেহগুলির ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয়। অটো ও গাড়ি উভয়ই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande