হাজারিবাগ, ৭ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের হাজারিবাগে পুলিশের মাদক-বিরোধী অভিযানে বড় সাফল্য । সোমবার রাতে রাঁচি-পাটনা জাতীয় সড়কের কাছে একটি গাড়ি থেকে মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।। গাড়ি থেকে ছয় বস্তা মাদক (ডোডা) বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার রাতে নিয়মিত নাকাচেকিং চলাকালীন একটি গাড়ির চালক তল্লাশি হচ্ছে দেখে গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাঝ পথে গাড়ি থামিয়ে পালিয়ে যায় গাড়ির চালক। পুলিশ গাড়ি তল্লাশি করে প্রায় ৯১ কেজি ওজনের ছয় বস্তা মাদক (ডোডা) উদ্ধার করে। গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন