ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য আসানসোল বিভাগে এক জোড়া ট্রেন বাতিল
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার ০৮.১০.২০২৫ আসানসোল এবং রানিগঞ্জ সেকশনের মধ্যে ১৮০ মিনিটের ‘ট্র্যাফিক ব্লক’ নেওয়া হচ্ছে। এ কারণে, ৬৩৫২৪/৬৩৫১৫ তারিখে আসানসোল - বর্ধমান - আসানসোল মেমু বাতিল থাকবে। পূর্ব রেল
ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য আসানসোল বিভাগে এক জোড়া ট্রেন বাতিল


কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার ০৮.১০.২০২৫ আসানসোল এবং রানিগঞ্জ সেকশনের মধ্যে ১৮০ মিনিটের ‘ট্র্যাফিক ব্লক’ নেওয়া হচ্ছে। এ কারণে, ৬৩৫২৪/৬৩৫১৫ তারিখে আসানসোল - বর্ধমান - আসানসোল মেমু বাতিল থাকবে। পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande