ফের বিভ্রাট মেট্রোয়, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে থমকে গেল পরিষেবা
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে থমকে গেল পরিষেবা। দুর্ভোগ যাত্রীদের। এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে আচমকা থমকে যায় মেট্রো পরিষেবা। আপাতত নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর
ফের বিভ্রাট মেট্রোয়, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে থমকে গেল পরিষেবা


কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মাঝে থমকে গেল পরিষেবা। দুর্ভোগ যাত্রীদের। এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে আচমকা থমকে যায় মেট্রো পরিষেবা। আপাতত নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে। তবে ব্যস্ত সময়ে আচমকা এই বিভ্রাটে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের।

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে মেট্রো চলাচল আচমকা বন্ধ হয়ে যায়। আপাতত নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথেই মেট্রো চলছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনিবার্য কারণে ওই দুই স্টেশনের মাঝে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কী কারণে, তা এখনও না জানা গেলেও মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই বিপত্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande