শ্রীভূমি (অসম), ৭ অক্টোবর (হি.স.) : অসম সরকারের কৃষি ও ভূমি নথি অধিকরণের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার প্রতিটি রাজস্ব চক্রে কৃষি রাজস্ব আদালতের শিবির আয়োজন করা হচ্ছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে এই শিবির শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত বিভিন্ন রাজস্ব চক্ৰে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। শিবিরে জমি সংক্রান্ত মিউটেশন, ভূমি ও রাজস্ব সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি ছাড়াও কৃষকের মোবাইল নম্বরকে আধার ও ফার্মারস্ রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত করার কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি রাজস্ব চক্ৰে কৃষি ও রাজস্ব বিভাগের আধিকারিকরা উপস্থিত থাকছেন।
শিবিরের সময়সূচি অনুযায়ী শ্রীভূমি সদর রাজস্ব চক্ৰ, নিলামবাজার রাজস্ব চক্ৰ, বদরপুর রাজস্ব চক্ৰ, পাথারকান্দি রাজস্ব চক্ৰ এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্ৰে শিবির চলছে। প্রতিটি কেন্দ্রে কৃষি দফতরের আধিকারিক এবং রাজস্ব আধিকারিকরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এতে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত জানিয়েছেন, কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করা হচ্ছে। শ্রীভূমি জেলার কৃষকদের নির্ধারিত সময়ে শিবিরে উপস্থিত থেকে নিজেদের নিবন্ধন সম্পূর্ণ করতে আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস