অরুণোদয় ৩.০ : হাইলাকান্দিতে উপকৃত ৫৫,৫১৭ জন সুবিধোভোগী
হাইলাকান্দি (অসম), ৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্বাচিত ৫৫ হাজার ৫১৭ জনের ব্যাংক অ্যাকাউন্টে আজ মঙ্গলবার ডিভিটি-র মাধ্যমে ১,২৫০ টাকা করে জমা করা হয়েছে। হাইলাকান্দি জেলার ৬০২টি ভোট কেন্দ্রে এ উপলক্ষ্যে আ
হাইলাকান্দি টাউন হল-এ উদ্বোধনী সভায় রাজ্য পর্যায়ের অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখছেন ডিসি ও পুরপতি


হাইলাকান্দি (অসম), ৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্বাচিত ৫৫ হাজার ৫১৭ জনের ব্যাংক অ্যাকাউন্টে আজ মঙ্গলবার ডিভিটি-র মাধ্যমে ১,২৫০ টাকা করে জমা করা হয়েছে।

হাইলাকান্দি জেলার ৬০২টি ভোট কেন্দ্রে এ উপলক্ষ্যে আয়োজিত সুবিধাভোগী এবং সমাজসেবীদের উপস্থিতিতে আয়োজিত সভার মাধ্যমে আজ মঙ্গলবার তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জেলার ৬০২টি ভোট কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী সভায় গুয়াহাটির খানাপাড়ায় অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়।

হাইলাকান্দি টাউন হল-এ এ উপলক্ষ্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা কমিশনার অভিষেক জৈন এবং পুরপতি মানব চক্রবর্তী অংশগ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande