হাফলং (অসম), ৭ অক্টোবর (হি.স.) : অরুণোদয় ৩.০ প্রকল্পের তৃতীয় সংস্করণ আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
লোয়ার হাফলং কালীবাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা, ডিমা হাসাওয়ের জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে, অতিরিক্ত জেলা কমিশনার সংগীতা দেবী।
অরুণোদয় ৩.০ প্রকল্পের রাজ্যস্তরের উদ্বোধনের সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। যার দরুন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রূপান্তরমূলক প্রকল্পের রাজ্যব্যাপী বাস্তবায়ন প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে মন্ত্রী নন্দিতা গার্লোসা অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে ডিমা হাসাও জেলা প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। সকল অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অসমের জনগণের ক্ষমতায়নে অব্যাহত সহায়তার জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং অর্থ বিভাগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা কমিশনার একে ইলিয়াস আহমেদ, সহকারী কমিশনার রঘুরাজ বৈদ্য, নির্বাচনী উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান রংমানন জহরি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামপারিডিসা কমিউনিটি হল থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
আজকের অনুষ্ঠানে দেবোলাল গার্লোসা সুবিধাভোগীদের সরকারি সুবিধা গ্রহণের জন্য যথাযথ নথিপত্র ঠিক করে রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে ডিমা হাসাও জেলার বাসিন্দাদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদানের জন্য স্বশাসিত পরিষদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান পর্যায়ে জেলায় মোট ২৬,৭৯০ জন সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৬,৬৬৫ জন সুবিধাভোগীকে অরুণোদয় ৩.০-এর অধীনে অর্থ বিতরণের জন্য অনুমোদিত করা হয়েছে।
২০২০ সালের অক্টোবরে অসম সরকার কর্তৃক প্রচলিত অরুণোদয় প্রকল্পটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে উন্নীত করার লক্ষ্যে চালু করা হয়েছিল। বিশেষ করে দারিদ্র্যসীমার নীচে পরিবারগুলির মহিলাদের ডিবিটি উদ্যোগের মাধ্যমে, যোগ্য সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,২৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, বলেন দেবোলাল গার্লোসা।
তিনি বলেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সুবিধাপ্রাপকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ১,২৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান স্বচ্ছতা এবং সময়োপযোগী সহায়তা নিশ্চিত করবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব