বিজেপি-র নেতৃবৃন্দ দু’দিন ধরে অকুস্থলে, নাম না করে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): পাহাড়ে দুর্যোগের পর এক্স হ্যান্ডলে বার্তা দিয়ে প্রথম সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সতর্ক করে দিয়েছিলেন মুখ্যসচিবকে। বিজেপি দল বেঁধে পাহাড়ে দুর্গতদের পাশে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি-র কেন্দ্রীয় ও
বিজেপি-র নেতৃবৃন্দ দু’দিন ধরে অকুস্থলে, নাম না করে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী


শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): পাহাড়ে দুর্যোগের পর এক্স হ্যান্ডলে বার্তা দিয়ে প্রথম সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সতর্ক করে দিয়েছিলেন মুখ্যসচিবকে। বিজেপি দল বেঁধে পাহাড়ে দুর্গতদের পাশে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি-র কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ দু’দিন ধরে অকুস্থলে। নাম না করে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “দুর্গতদের উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের ত্রাণ দেওয়া? না কি শুধু ভিআইপিদের দেখাশোনা করা? ভিভিআইপিরা কেউ কেউ ৩০-৪০টি গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করছেন। এত গাড়ির চাপে গ্রামীণ রাস্তা ভেঙে যাচ্ছে। আমাদের কড়া নির্দেশ দেওয়া আছে, কেউ গেলে তিনটির বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না।’’

তিনি বলেন, “দুর্গতদের বিলি করা হবে কিট, কমিউনিটি কিচেনের ব্যবস্থা। শুকনো খাবার, জামাকাপড়, রান্নার গ্যাস থেকে শুরু করে যাবতীয় ত্রাণসমেত কিট বিলি করা শুরু হবে। এ ছাড়া, মিরিক, নাগরাকাটা-সহ নানা ক্ষতিগ্রস্ত এলাকায় কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। যত দিন দুর্গতেরা নিজেদের ঘরে ফিরতে না পারছেন, তত দিন কমিউনিটি কিচেন চালানো হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande