দুই জনপ্রতিনিধির আক্রমণকারীদের শনাক্ত করে কটাক্ষ বিজেপি-র
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): রমজন আলি, সাইফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন! উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আহত ও লাঞ্ছিত দুই জনপ্রতিনিধির আক্রমণকারীদের শনাক্ত করল বিজেপি। সেই সঙ্গে মঙ্গলবার তাদের ছবি-সহ কটাক্ষ করা হল সামাজিক মাধ্যমে। এতে
দুই জনপ্রতিনিধির আক্রমণকারীদের শনাক্ত করে কটাক্ষ বিজেপি-র


কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): রমজন আলি, সাইফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন! উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আহত ও লাঞ্ছিত দুই জনপ্রতিনিধির আক্রমণকারীদের শনাক্ত করল বিজেপি। সেই সঙ্গে মঙ্গলবার তাদের ছবি-সহ কটাক্ষ করা হল সামাজিক মাধ্যমে।

এতে লেখা হয়েছে, “এদের নাম দেখেই বোঝা যায়, এক বিশেষ সম্প্রদায়কে হাতিয়ার বানিয়ে বাংলাকে রক্তাক্ত করছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির লক্ষ্য স্পষ্ট - তিনি ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর পথে ঠেলে দিচ্ছেন।

বিজেপি এবং প্রতিটি বিজেপি কর্মী আজ এই দেশবিরোধী মানসিকতার বিরুদ্ধে লড়ছে। তাই তাঁরা তৃণমূলের সবচেয়ে বড় পথের কাঁটা,এই কারণেই তাঁদের উপর হামলা হচ্ছে। মমতা সরকারের এই নোংরা রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। রক্ত ও আতঙ্ক দিয়ে ক্ষমতা টেকে না। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে, তৃণমূলের পতন এখন অবধারিত।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande