বালাসোরে বাস উল্টে জখম ২০ জনেরও বেশি যাত্রী
বালাসোর, ৭ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় যাওয়া একটি বাস উল্টে ২০ জনেরও বেশি যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার ওড়িশার বালাসোরে ওই বাস দুর্ঘটনা ঘটে। সেখানকার জাতীয় সড়কে পশ্চিমবঙ্গের একটি বাস উল্টে যায়। জানা গেছে, প্রায় ৬৫ জন যাত্রী ছিল বাসট
বালাসোরে বাস উল্টে জখম ২০ জনেরও বেশি যাত্রী


বালাসোর, ৭ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় যাওয়া একটি বাস উল্টে ২০ জনেরও বেশি যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার ওড়িশার বালাসোরে ওই বাস দুর্ঘটনা ঘটে। সেখানকার জাতীয় সড়কে পশ্চিমবঙ্গের একটি বাস উল্টে যায়। জানা গেছে, প্রায় ৬৫ জন যাত্রী ছিল বাসটিতে। তার মধ্যে কুড়ি জনের বেশি বাস যাত্রী আহত হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই বাসের তীর্থযাত্রীরা পুরীতে জগন্নাথ মন্দির পরিদর্শন করে মেদিনীপুরে বাড়ি ফিরছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande