দার্জিলিং, ৭ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গের মিরিকে দুধিয়া সহ আশেপাশের একাধিক বিপর্যস্ত এলাকা মঙ্গলবার স্বচক্ষে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক্স হ্যান্ডলে।
তিনি লিখেছেন, “আজ মিরিকে দুধিয়া সহ আশেপাশের একাধিক জায়গা পরিদর্শন করলাম। মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা স্বচক্ষে দেখে সত্যিই ব্যথিত হলাম। বহু পরিবার তাঁদের বাড়ির সদস্য, ঘরবাড়ি, গবাদি পশু সব হারিয়ে এখন সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
আমি ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা মন দিয়ে শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন, আমরা বিজেপি বিধায়ক ও সাংসদরা মিলে সাহায্যের আশ্বাস দিয়েছি।
দলের কর্মী ও স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণ কাজে সাহায্য করছেন। আমাদের লক্ষ্য—দুর্গত মানুষের কাছে যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছে দেওয়া এবং তাঁদের মুখে আবার হাসি ফিরিয়ে আনা।
এই কঠিন সময়ে মানবিকতার লক্ষ্যে আমাদের সকলের একত্রিত হওয়া জরুরি। উত্তরবঙ্গের এই ভয়ানক বিপর্যয়ে সর্বস্বান্ত মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়েছি। মানবতার পাশে, জনগণের পাশে, উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা সর্বক্ষণ আছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত