জম্মু ও কাশ্মীরের নদীতে পড়ে গেল গাড়ি, আহত ৬
গাণ্ডেরবাল, ৭ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে নদীতে এক গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দ্রাস নদীর মীনামার্গ এলাকায়। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। জানা গেছে, শ্রীনগরগামী এক গাড়ি মীনামার্গ থানার অন্তর্গত খুশাল মোড়ের কাছে চালক হঠ
জম্মু ও কাশ্মীরের নদীতে পড়ে গেল গাড়ি, আহত ৬


গাণ্ডেরবাল, ৭ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে নদীতে এক গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দ্রাস নদীর মীনামার্গ এলাকায়। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। জানা গেছে, শ্রীনগরগামী এক গাড়ি মীনামার্গ থানার অন্তর্গত খুশাল মোড়ের কাছে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে প্রায় ১৫০ ফুট নিচে গাড়িটি দ্রাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে চালক–সহ মোট ৬ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে । স্থানীয়দের সহযোগিতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande