হাওড়া, ৭ অক্টোবর (হি.স.): হাওড়ার জি টি রোডে মধ্য হাওড়ার সঙ্গে উত্তর হাওড়ার যোগাযোগের অন্যতম ব্যস্ততম প্রাচীন রেল ওভারব্রিজ হলো মার্টিন ব্রিজ। যা বাঙাল বাবু ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজের রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ড রেল দিয়ে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে।
এই ব্রিজের পাশেই পূর্ব রেলের তরফ থেকে একটি নতুন ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। সেই কাজের জন্য মাটি সরে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করছেন। এখনও পর্যন্ত ওই ব্রিজে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার রেলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সেই সঙ্গে হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীও সেখানে গিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা