জুবিন গাৰ্গকে মরণোত্তর ‘ভারতরত্ন’ প্রদান এবং শ্রীভূমিতে কিংবদন্তি শিল্পীর স্মৃতিসৌধ নির্মাণের দাবি
শিলচর (অসম), ৭ অক্টোবর (হি.স.) : কিংবদন্তি বহুমুখী শিল্পী জুবিন গাৰ্গকে মরণোত্তর ‘ভারতরত্ন’ প্রদানের দাবি জানিয়েছে দুই বেসরকারি সংগঠন যথাক্রমে ‘ভারতরত্ন ড. ভূপেন হাজরিকা ফেনস অ্যাসোসিয়েশন আসাম’ এবং উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ‘ড. শ্যামাপ্রসাদ
জুবিন গাৰ্গ (ফাইল ফটো)


শিলচর (অসম), ৭ অক্টোবর (হি.স.) : কিংবদন্তি বহুমুখী শিল্পী জুবিন গাৰ্গকে মরণোত্তর ‘ভারতরত্ন’ প্রদানের দাবি জানিয়েছে দুই বেসরকারি সংগঠন যথাক্রমে ‘ভারতরত্ন ড. ভূপেন হাজরিকা ফেনস অ্যাসোসিয়েশন আসাম’ এবং উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’। এছাড়া শ্রীভূমিতে জুবিন গাৰ্গের একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবিও জানিয়েছে উভয় সংগঠন।

‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’-এর সভাপতি হারাণ দে এ খবর দিয়ে জানান, আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি ইমেইল পাঠিয়ে জুবিন গাৰ্গের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁকে মরণোত্তরভাবে ‘ভারতরত্ন’ প্রদানের দাবি তাঁরা জানিয়েছেন।

এছাড়া তিনি জানান, শ্রীভূমিতে জুবিন গাৰ্গের স্মৃতি সৌধ নির্মাণের দাবিও জানিয়েছে এই দুই সংগঠন। হারাণ দে জানান, শ্রীভূমিতে জুবিন গাৰ্গের একটি স্মৃতিসৌধ নির্মাণ সম্পর্কে বিহিত ব্যবস্থা নিতে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগকে চিঠি দিয়েছে ড. ভূপেন হাজরিকা ফেনস অ্যাসোসিয়েশন আসাম এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।

তিনি আরও জানান, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তিনি তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কাছে ইমেইল-পত্রে তাঁরা লিখেছিলেন, জুবিন গাৰ্গের বাল্যকাল ও স্কুল জীবন যেহেতু শ্রীভূমিতে অতিবাহিত হয়েছিল, তাই জনসাধারণের দাবি অনুযায়ী তাঁর স্মৃতি রক্ষার্থে শ্রীভূমি শহরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা উচিত।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande