৩০ লক্ষা‌ধিক টাকা মূল্যের নিষিদ্ধ ‘এসকফ’ উদ্ধার অসমের চুড়াইবা‌ড়ি‌তে, গ্রেফতার এক
চুড়াইবাড়ি (অসম), ৭ অক্টোবর (হি.স.) : প্রায় ৪৮ ঘণ্টার মাথায় দক্ষিণ অসমের শ্রীভূ‌মি‌ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি ওয়াচপোস্ট পু‌লিশের অভিযানে উদ্ধার হয়েছে আরও ৩০ লক্ষা‌ধিক টাকা মূল্যের নেশাজাতীয়
৩০ লক্ষা‌ধিক টাকার এসকফ উদ্ধার অসমের চুড়াইবা‌ড়ি‌তে, গ্রেফতার এক


চুড়াইবাড়ি (অসম), ৭ অক্টোবর (হি.স.) : প্রায় ৪৮ ঘণ্টার মাথায় দক্ষিণ অসমের শ্রীভূ‌মি‌ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি ওয়াচপোস্ট পু‌লিশের অভিযানে উদ্ধার হয়েছে আরও ৩০ লক্ষা‌ধিক টাকা মূল্যের নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ‌ সিরাপ। নেশাদ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ল‌রির চালক বিহা‌রের ম‌তিহা‌রির বাসিন্দা জনৈক গুল মহম্মদের বছর ৫০-এর ছেলে মহম্মদ রইসকে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নিষিদ্ধ নেশাদ্ৰব্য পাচারে ব্যবহৃত এএস ০১ ইসি ০৫২৮ নম্ব‌রের ১২ চাকার ইস্ট ইন্ডিয়া‌ কোম্পা‌নির পণ্যসামগ্রী বোঝাই লরি।

অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ মঙ্গলবার সকা‌লে কলকাতা থে‌কে ত্রিপুরার রাজধানী আগরতলাগামী এএস ০১ ইসি ০৫২৮ নম্ব‌রের ১২ চাকার একটি ল‌রি চেকগেটে আসে। লরিতে ইস্ট ইন্ডিয়া‌ কোম্পা‌নির পণ্যসামগ্রী বোঝাই ছিল।

লরিতে যথারীতি তালাশি চালিয়ে কাপ‌ড়ের বা‌ন্ডি‌লে লুকনো ১২‌টি ইলেকট্রনিক্স ট্রান্সফরমার বক্স থে‌কে‌ তিন হাজার (৩,০০০) শিশি নেশাজাতীয় ‘এসকফ’ ব্ৰ্যান্ডের কফ‌ সিরাপ উদ্ধার করেন অভিযানকারী পুলিশকৰ্মীরা। কালোবাজারে উদ্ধারকৃত কফ সিরাপগুলির মূল্য ৩০ লক্ষা‌ধিক টাকা হবে, বলেন পুলিশ অফিসার প্রণব মিলি।

ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে লরি-চালক মহম্মদ রইসের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার ধৃতকে শ্রীভূমি বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদাল‌তে হাজির করা হবে, জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande