গুয়াহাটির বেলতলায় ব্যবসায়ী উজ্জ্বল আগরওয়ালার বাড়িতে জিএসটি অভিযান
গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির বেলতলায় অঙ্কুরপথে ব্যবসায়ী উজ্জ্বল আগরওয়ালার ৩২ নম্বর বাড়িতে অভিযান চালিয়েছে জিএসটি-র দশ সদস্যের দল। প্ৰায় ১২ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল আগরওয়ালা তিনসুকিয়া থেকে পালিয়ে গুয়াহাটিতে আত্মগোপ
বেলতলায় ব্যবসায়ী উজ্জ্বল আগরওয়ালার বাড়িতে জিএসটি অভিযান


গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির বেলতলায় অঙ্কুরপথে ব্যবসায়ী উজ্জ্বল আগরওয়ালার ৩২ নম্বর বাড়িতে অভিযান চালিয়েছে জিএসটি-র দশ সদস্যের দল।

প্ৰায় ১২ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল আগরওয়ালা তিনসুকিয়া থেকে পালিয়ে গুয়াহাটিতে আত্মগোপন করেছিলেন। তিনসুকিয়ায় বি কে এন্টারপ্ৰাইজ নামের একটি ভুয়ো প্ৰতিষ্ঠান খুলে ভুয়ো বিলের মাধ্যমে দুই ভাই উজ্জ্বল এবং বিনয়কুমার আগরওয়ালা দেদার বেচাকেনা করেছেন।

এগিকে বিনয়কুমার আগরওয়াকে উলুবাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিনয়কুমার আগরওয়ালাকে ৩ অক্টোবর হাজির হতে বলা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande