শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। তাঁর কথায়, নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা অত্যন্ত জঘন্য কাজ। মঙ্গলবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সাংসদ এবং বিধায়কদের ওপর হামলা অত্যন্ত জঘন্য কাজ, যা গণতন্ত্রে কখনও হওয়া উচিত ছিল না। বাংলার মতো একটি আলোকিত রাজ্যে এমনটা চলতে দেওয়া যায় না।
রাজ্যপাল আরও বলেন, এটা খুবই মর্মান্তিক যে, পুলিশের উপস্থিতিতে এই সব ঘটেছে। পুলিশের ভারতের সংবিধান এবং আইনের শাসন সমুন্নত রাখার কথা। কিন্তু তারা চক্রান্ত করছে এবং তাদের দায়িত্ব পালন করছে না। এটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি দেখব যে, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হবে। অন্যথায় গুরুতর ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা