বড়জলায় ভাড়াবাড়িতে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের উপকন্ঠে বড়জলা ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাড়িতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত রায়। বয়স আনুমানিক ৪৫ বছর। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের উপকন্ঠে বড়জলা ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাড়িতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত রায়। বয়স আনুমানিক ৪৫ বছর। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাড়া বাড়ির ঘরে রঞ্জিত রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও বাড়ির লোকজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিমও। তারা ঘর পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত করা হচ্ছে।

বাড়ির মালিক জানিয়েছেন, আনুমানিক একমাস আগে সূর্যমণিনগর এলাকার রঞ্জিত রায় এখানে ভাড়াটিয়া হিসাবে আসেন। তিনি একাই থাকতেন। সোমবাব সকাল থেকে বিকাল পর্যন্ত রঞ্জিতের এক বন্ধু খোঁজ নিতে অনেকবার মোবাইলে কল করেছেন। কিন্তু রঞ্জিত মোবাইলে কল রিসিভ করেননি। তাই আমাকে কল করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় রাত সাতটা নাগাদ রামনগর আউটপোস্টের পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছিল রঞ্জিতের পরিবারের লোকজনকে সাথে নিয়ে সকালে ভাড়াবাড়িতে ঘরের দরজা খোলা হবে। সেই অনুযায়ী মঙ্গলবার দুপুরে পুলিশ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরের দরজা খুলে এবং দেখা যায় রঞ্জিত রায়ের মৃতদেহ ফাঁসিতে ঝুলে আছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande