কটকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নেট পরিষেবা বন্ধ
ভুবনেশ্বর, ৭ অক্টোবর (হি.স.): গত সপ্তাহে অশান্তির ঘটনার রেশ এখনও না কাটায় কটকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখার কথা জানালো ওড়িশা সরকার। এ দিন পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যায় ফের পরিষেবা চালু হতে পারে। প্রসঙ্গত, গত শুক্রবার কটকের
কটকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নেট পরিষেবা বন্ধ


ভুবনেশ্বর, ৭ অক্টোবর (হি.স.): গত সপ্তাহে অশান্তির ঘটনার রেশ এখনও না কাটায় কটকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখার কথা জানালো ওড়িশা সরকার। এ দিন পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যায় ফের পরিষেবা চালু হতে পারে।

প্রসঙ্গত, গত শুক্রবার কটকের দরগা বাজার এলাকায় অশান্তির জেরে উত্তেজনা ছড়ায়। হাতাহাতিতে আহত হন অন্তত ৬ জন। রবিবার ফের অশান্তির ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তার পরেই নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande