শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): রেড রোডে পুজোর কার্নিভালকে কটাক্ষ করায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত ভয়াবহ বৃষ্টির জেরে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রী কেন রবিবারই দার্জিলিং রওনা হলেন না, কেন বিসর্জনের কার্নিভালে যোগ দিতে কলকাতায় রয়ে গেলেন, রবিবারই তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুরে মমতাকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্য নেতারা।
কারও নাম না করে মমতা এদিন সাংবাদিকদের বলেন, ‘‘কেউ কেউ রাজনীতি শুরু করে দিয়েছেন তখন বাংলায় কেন কার্নিভাল হল? আরে কার্নিভাল তো বাংলার গর্ব! বাংলার ক্লাবগুলো অপেক্ষা করে থাকে এর জন্য, তার কি কোনও মূল্য নেই? কোনও দুর্যোগের পর কাজ শুরু করতে ন্যূনতম সময় লাগে। সে দিন যদি আসতামও, এসে কী করতাম?’’
উল্লেখ্য, উত্তরে দুর্যোগ চলাকালীন রবিবার কলকাতায় কার্নিভাল নিয়ে সামাজিক মাধ্যমেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে মমতাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত