মিরিক, ৭ অক্টোবর (হি.স.): বৃষ্টি এবং ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দার্জিলিঙের পার্বত্য এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
পাহাড়ের রাস্তাঘাট এখনও পুরোপুরি সচল হয়নি। ঘুরপথে পাহাড় এবং সমতলের মধ্যে গাড়ি চলাচল করছে। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। দুধিয়া থেকে মিরিকে যাওয়ার পথে একটি লোহার সেতু ভেঙে গিয়েছে। সূত্রের খবর, দুর্যোগে বিধ্বস্ত মিরিকের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার অকুস্থলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত