ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু ব্যক্তির
ঝাড়গ্রাম, ৭ অক্টোবর ( হি. স. ) : নিজের ধান জমি বাঁচাতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়্গপুর বন বিভাগের কেশর রেখা রেঞ্জের পাঞ্চামী ( ফুলশোল) এলাকায়। বনদফতর সুত্রে জানা গিয়েছ
ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু ব্যক্তির


ঝাড়গ্রাম, ৭ অক্টোবর ( হি. স. ) : নিজের ধান জমি বাঁচাতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়্গপুর বন বিভাগের কেশর রেখা রেঞ্জের পাঞ্চামী ( ফুলশোল) এলাকায়। বনদফতর সুত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম দেবেন্দ্র দেউ (৩৫)। বাড়ি পাঞ্চামী গ্রামে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় হাতি এসেছে বলে খবর পাওয়ার পর গ্রামের অন্যান্য মানুষজনদের সাথে নিজের ধান জমি রক্ষা করতে গিয়েছিলেন দেবেন্দ্র দেউ। হাতির দলটি পেরিয়ে যাবার পর নিজের ধান জমি দেখতে গিয়েছিল তিনি। সেই সময় একটি হাতি পিছন থাকা আর একটি হাতি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই গুরুতর ভাবে আহত হয়। এরপর অন্যান্য মানুষজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে ওড়িশা সীমান্তবর্তী এলাকায় ১৫ টি হাতির একটি দল রয়েছে। বনদফতর পাঞ্চমী ( ফুলশোল) সহ পাশাপাশি গ্রামের মানুষজনদের মাইকিং করে সচেতন করছেন। উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর ঝাড়গ্রাম বনবিভাগের মাণিকপাড়া রেঞ্জের রমরমা বিটের আখড়াশোল গ্রামের লালমোহন মাহাত (৩৮) জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় হাতির আক্রমণে মৃত্যু ঘটনা ঘটেছিল। বাসিন্দাদের অভিযোগ হাতির আক্রমণে ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত ও নিহতের ঘটনা লেগেই রয়েছে জঙ্গলমহলে। এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, নিজের ধান জমি দেখিতে গিয়ে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজনেরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande