কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): “ওঃ! আমাদের দিদিমা গুরু, গুরু! বলে কি না, আমরা কটা রাজ্যের জল সামলাব? সিকিম, ভুটান, ডিভিসি! সব ম্যান-মেড বন্যা!” মঙ্গলবার এক্সবার্তায় নিশানা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “কেন, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচ-ডি করার সময় পশ্চিমবঙ্গের ভূগোলের জ্ঞান দরকার হয় নি? অজুহাতবাজিতে যে গুরু সিপিএমকেও ছাড়িয়ে গেলেন দিদিমা!“
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত