নাগাল্যান্ডে আইএএস বিতর্ক : ১৪ অক্টোবর থেকে তিনদিনের পেন-ডাউন ধর্মঘট ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারিদের
কোহিমা, ৭ অক্টোবর (হি.স.) : ‘ভারতীয় প্রশাসনিক পরিষেবা’য় (আইএএস) অন্তর্ভুক্তির জন্য ‘নন-স্টেট সিভিল সার্ভিস’ (নন-এসসিএস) অফিসারদের তালিকায় ‘নাগাল্যান্ড পাবলিক সার্ভিস কমিশন’ (নন-এনপিএসসি) প্রার্থীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে আগামী ১৪ অক্টোবর থেকে ন
কনফেডারেশন অব অল নাগাল্যান্ড স্টেট সার্ভিসেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তারা


কোহিমা, ৭ অক্টোবর (হি.স.) : ‘ভারতীয় প্রশাসনিক পরিষেবা’য় (আইএএস) অন্তর্ভুক্তির জন্য ‘নন-স্টেট সিভিল সার্ভিস’ (নন-এসসিএস) অফিসারদের তালিকায় ‘নাগাল্যান্ড পাবলিক সার্ভিস কমিশন’ (নন-এনপিএসসি) প্রার্থীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে আগামী ১৪ অক্টোবর থেকে নাগাল্যান্ডের সমস্ত সরকারি কাৰ্যালয়ে তিন দিনের পেন ডাউন ধর্মঘট ঘোষণা করেছে ‘কনফেডারেশন অব অল নাগাল্যান্ড স্টেট সার্ভিসেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’।

এমপ্লয়িজ কনফেডারেশন-এর জারিকৃত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেধা-ভিত্তিক নির্বাচন সমুন্নত রাখতে বারবার আবেদন করা সত্ত্বেও সরকারের নীরবতা এবং অমনোযোগী মনোভাব দেখে বেজায় অসন্তুষ্ট রাজ্য সরকারি কৰ্মচারী সংগঠন।’ রাজ্য সরকারকে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিষেবাগুলির মধ্যে একটিতে ‘মেধাতন্ত্রকে নষ্ট করা’ এবং ‘ব্যাকডোর অফিসারদের প্রবেশ’ করা হচ্ছে বলে অভিযুক্ত করেছে ‘কনফেডারেশন অব অল নাগাল্যান্ড স্টেট সার্ভিসেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের কোর কমিটি এবং অ্যাকশন কমিটির সুপারিশের ভিত্তিতে পেন-ডাউন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটের লক্ষ্য দুটি মূল দাবিতে চাপ দেওয়া। সেগুলি যথাক্ৰমে (১) গত ২৫ সেপ্টেম্বর সংক্ষিপ্ত তালিকাভুক্ত আইএএস অন্তর্ভুক্তির জন্য নন-এসসিএস অফিসারদের নির্বাচিত তালিকা থেকে নন-এনপিএসসি প্রার্থীর প্রত্যাহার করা। (২) ১০ মার্চ-এর শূন্যপদ সার্কুলার পুনরুদ্ধার করা, যাতে স্বচ্ছতা এবং মেধা-ভিত্তিক ভবিষ্যতের আইএএস অন্তর্ভুক্তির জন্য নন-এসসিএস অফিসারদের নির্বাচন নিশ্চিত করা।

জারিকৃত বিজ্ঞপ্তিতে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আরও বলেছে, সংশ্লিষ্ট বিভাগগুলির সাথে রূপরেখা চূড়ান্ত করে আহূত পেন-ডাউন ধর্মঘট সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। ধর্মঘট থেকে ছাড় দেওয়া হবে প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবাগুলিকে। প্রতিবাদের সময় কালো ফিতা এবং প্রচার-পোস্টার প্রদর্শন করা হবে।

সংগঠনের সদস্যদের নিজের নিজের কর্মক্ষেত্রে উপস্থিতি বজায় রাখতে এবং প্রতিবাদের সময় অফিশিয়াল প্রটোকল মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande