গুয়াহাটি, ৬ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ অবৈধ সামগ্রী চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সাম্প্রতিক দিনগুলিতে আরপিএফ-এর টিম উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সফল অভিযান চালিয়ে ১৯.৬৯ লক্ষ টাকার বেশি মূল্যের ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। বদরপুর রেলস্টেশনে দুই মহিলাকে গ্রেফতার করেছে আরপিএফ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ সোমবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, ১ অক্টোবর আরপিএফ-এর দুটি পৃথক অভিযানে আনুমানিক ১.৪১ লক্ষ টাকা মূল্যের ১৪.১ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে। ডিমাপুর রেলওয়ে স্টেশনে আরপিএফ কর্মীরা ১ লক্ষ টাকার ১০ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি আলিপুরদুয়ার জংশনের সিপিডিএস টিম নিউকোচবিহার রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১৩১৭৪ ডাউন থেকে আরও ৪১,০০০ টাকা মূল্যের ৪.১ কেজি গাঁজা উদ্ধার করেছেন। বাজেয়াপ্তকৃত সমস্ত সামগ্রী দাবিহীন হিসেবে গণ্য করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জিআরপি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর আগরতলা আরপিএফ-এর টিম আগরতলা ইয়ার্ড থেকে ৩.১০ লক্ষ টাকা মূল্যের ৩১ কেজি দাবিহীন গাঁজা উদ্ধার করেছে। পরবর্তীতে বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্য জিআরপি আগরতলার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে হস্তান্তর করা হয়। তিনি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ধারা ১০৬-এর অধীনে একটি জিডিই নং ১১ নথিভুক্ত করেছেন।
২৫ সেপ্টেম্বর বদরপুরের আরপিএফ এবং জিআরপির একটি যৌথ দল বদরপুর রেলওয়ে স্টেশনে ট্রেন নং ১২৫০৮ শিলচর-তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেসে একটি নিয়মিত অভিযান চালায়। অভিযানকালে সন্দেহজনক ব্যাগ বহনকারী দুই মহিলা যাত্রীকে আটক করে তার ব্যাগ থেকে প্রায় ২.৬৪ লক্ষ টাকা মূল্যের ২৬.৪৪৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্য সহ মহিলাদের গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জিআরপি/বদরপুরে হস্তান্তর করা হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস