পাথারকা‌ন্দি‌তে সংঘের শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে বিজয়া স‌ম্মেলন ১২ই, প্রস্তু‌তি স্বয়ংসেবকদের
পাথারকা‌ন্দি‌ (অসম), ৭ অক্টোবর (হি.স.) : নানা কার্যক্রমের মধ্য দিয়ে দেশ ও বিদেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলার পাথারকান্দি প্রখণ্ডেও নানা কাৰ্যক্ৰম
বিজয়া স‌ম্মেলন সফল করতে স্বয়ংসেবকদের প্রস্তুতি বৈঠক


শাখায় স্বয়ংসেবকদের প্ৰস্তুতি


পাথারকা‌ন্দি‌ (অসম), ৭ অক্টোবর (হি.স.) : নানা কার্যক্রমের মধ্য দিয়ে দেশ ও বিদেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলার পাথারকান্দি প্রখণ্ডেও নানা কাৰ্যক্ৰমের আয়োজন করেছেন স্থানীয় স্বয়ংসেবকরা। আগামী ১২ অক্টোবর রবিবার পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে অনুষ্ঠিত হবে সংঘের বিজয়া সম্মেলন কার্যক্রম।

কার্যক্রমকে সফল করতে গত কয়েকদিন ধ‌রে পাথারকান্দি এলাকায় ব্যাপক প্রচার করছেন সংঘের স্বয়ংসেবকরা। ইতিমধ্যে পাথারকান্দি প্রখ‌ণ্ডে বেশ কয়েকটি বৈঠক ও সম্পর্ক অভিযান চলছে। প্রতিটি শাখায় স্বয়ংসেবকদের অভ্যাস ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রস্তাবিত বিজয়া সম্মেলন‌ সর্বাঙ্গসুন্দরভা‌বে পালন করা যায়।

অনুষ্ঠা‌নের দিন সংঘের বিভিন্ন স্তরের পদাধিকারী, সমাজকৰ্মী, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র এবং স্বয়ংসেবকদের উপস্থিতি কামনা করা হয়েছে। ‌নির্ধা‌রিত অনুষ্ঠা‌নে বর্ণাঢ্য পথসঞ্চলন সহ শারীরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। বিজয়ী সম্মেলনে সকল সনাতনী‌দের উপ‌স্থি‌তি সহ স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন পাথারকা‌ন্দি প্রখণ্ডের আরএসএস–এর কার্যকর্তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande