শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ামাত্র তিনি পাহাড়ে অকুস্থলে গেলে উদ্ধারকাজে কম গুরুত্ব দিয়ে তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ত জেলা প্রশাসন। সে রকম হলে যারা বেঁচে ফিরে এসেছেন, তাঁদের আরও অনেকে মারা যেতে পারতেন।’’ মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘‘দুর্যোগের রাতেই সতর্ক করে দিয়েছিল প্রশাসন। তাই আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আমরা ঘটনা ঘটার পর পরই চলে এসেছিলাম। উদ্ধারের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।
মমতা বলেন, ‘‘প্রচুর বাড়ি, রাস্তা ভেঙেছে। অনেক জায়গায় সেতুও ভেঙেছে। জল একটু নামলে ফিল্ড স্টাডি শুরু হবে। আর ওই দিন যদি আসতাম, আমাদের মতো ভিআইপিদের দেখতে গিয়ে জেলা প্রশাসন ব্যস্ত হয়ে পড়ত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত