যান দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু, লেম্বুছড়ায় পথ অবরোধ
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : লক্ষ্মী পূজার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিকিউরিটি গার্ড। সোমবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে লেম্বুছড়া এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার দেববর্মা নামে এক ব্যক
রাস্তা অবরোধ


আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : লক্ষ্মী পূজার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিকিউরিটি গার্ড। সোমবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে লেম্বুছড়া এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার দেববর্মা নামে এক ব্যক্তির। তিনি জনজাতি কল্যাণ দফতরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারান।

ঘটনার পর মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা ও মৃতের পরিবার লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, ঘাতক গাড়িটি আটক করতে হবে এবং চালককে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করেন যে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীকে আইনের আওতায় আনা হবে। প্রশাসনের আশ্বাসে অবশেষে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande