কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): “তৃণমূল কংগ্রেসের জিহাদিদের ও জামাতিদের দিয়ে এভাবে ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হলো খয়েরবাড়িতে। এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত।” মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পাহাড় পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সল্টলেকে বিজেপি পার্টি অফিসে নানাবিধ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি প্রথমেই বলেন, আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ওই আক্রমণ করা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্যই হলো সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া।
তিনি বলেন, তৃণমূল সরকার যদি মনে করে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দিয়ে আমাদের উপর আক্রমণ চালানো হবে তা বেশিদিন চালানো যাবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত