শ্রীনগর, ৭ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সোমবারই এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে, যার ফলে উপত্যকাজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। সোমবারের পর মঙ্গলবার তুষারপাত হয়েছে ভূস্বর্গে। এর ফলে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে, শ্রীনগরে দিনের তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জম্মু বিভাগে বানিহালে সর্বোচ্চ তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে জম্মুতে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পীর কি গালি, রাজদান টপ, সাধনা পাস, সিন্থন টপ, ডাকসুম, কংদোরি গুলমার্গ, মিনিমার্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য অংশে নতুন করে তুষারপাত রেকর্ড করা হয়েছে। শ্রীনগর-সহ সমতল অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে, কৃষকদের সমস্ত কৃষিকাজ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা