কংগ্রেসে যোগদান ডিমা হাসাওয়ের সমাজকর্মী আইবান সুচিয়াং
হাফলং (অসম), ৭ অক্টোবর (হি.স.) : বিশিষ্ট সমাজকর্মী তথা ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অন্যতম সহ-আহ্বায়ক আইবান ডব্লিউ সুচিয়াং কংগ্রেসে যোগদান করেছেন। আজ মঙ্গলবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি হাইজেরাংবে নিউমে, জেলা কংগ্রেসের মুখপাত
কংগ্রেসে যোগদান সমাজকর্মী আইবান সুচিয়াঙের


হাফলং (অসম), ৭ অক্টোবর (হি.স.) : বিশিষ্ট সমাজকর্মী তথা ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অন্যতম সহ-আহ্বায়ক আইবান ডব্লিউ সুচিয়াং কংগ্রেসে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি হাইজেরাংবে নিউমে, জেলা কংগ্রেসের মুখপাত্র কালিজয় সেঙইংয়ং এবং দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন আইবান ডব্লিউ সুচিয়াং।

সুচিয়াং-এর কংগ্রেস দলে যোগদান স্থানীয় রাজনৈতিক মহলে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। কারণ তিনি ডিমা হাসাও জেলায় ষষ্ঠ তফশিলির অধিকার এবং উপজাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করে চলছেন।

ডিমা হাসাও জেলা কংগ্রেস নেতারা মঙ্গলবার তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেন, আইবান ডব্লিউ সুচিয়াং কংগ্রেসে যোগদান করায় দলের তৃণমূল স্তরের সংযোগ এবং এই অঞ্চলে উপজাতি জনগোষ্ঠীর অধিকার রক্ষার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande