গঙ্গা ভাঙনের জেরে শামসেরগঞ্জে ধসে পড়ল মন্দির
মুর্শিদাবাদ, ৭ অক্টোবর (হি.স.): গঙ্গা ভাঙনের জেরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধসে পড়ল বহু পুরানো মন্দির। মঙ্গলবার ঢালাই রাস্তার কিছুটা অংশও ধসে যায়। গোটা এলাকা জুড়ে অজস্র ফাটলের সৃষ্টি হয়েছে। সামান্য দূরেই রয়েছে দু’টি বাড়ি, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
গঙ্গা ভাঙনের জেরে শামসেরগঞ্জে ধসে পড়ল মন্দির


মুর্শিদাবাদ, ৭ অক্টোবর (হি.স.): গঙ্গা ভাঙনের জেরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধসে পড়ল বহু পুরানো মন্দির। মঙ্গলবার ঢালাই রাস্তার কিছুটা অংশও ধসে যায়। গোটা এলাকা জুড়ে অজস্র ফাটলের সৃষ্টি হয়েছে। সামান্য দূরেই রয়েছে দু’টি বাড়ি, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আপাতত ভয়ে বন্ধ করা হয়েছে সেটি। এগুলির ঠিক কয়েক মিটার পিছনে রয়েছে শতাধিক বাড়ি। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

উল্লেখ্য, ফের ভাঙন শুরু হয়েছে শামসেরগঞ্জে। রবিবার রাত থেকে ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার কাছাকাছি একটি রাস্তা ও একটি মন্দিরের কিছুটা অংশ ভেঙে পড়ে। ফলে এর সংলগ্ন এলাকার বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়। সেচ দফতর ভাঙন ঠেকাতে বালি বোঝাই বস্তা ফেলার কাজ শুরু করলেও তাতে কাজের কাজ হচ্ছে না বলে সোমবার ক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রামবাসীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande