ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকেই। ভাঙচুরের জেরে তৃণমূলের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মঙ্গলবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, AITC
ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ


কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকেই। ভাঙচুরের জেরে তৃণমূলের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

মঙ্গলবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, AITC4Tripura এর অফিসে বিজেপি-সমর্থিত গুন্ডাদের সহিংস আক্রমণ কোনও বিচ্ছিন্ন আগ্রাসন নয়, এটি গণতন্ত্রের উপর একটি প্রকাশ্য আক্রমণ। যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা তাদের বিরোধীদের চুপ করানোর জন্য সহিংসতা চালায়, তখন তারা শক্তি নয়, বরং ভয় এবং নৈতিক দেউলিয়া প্রকাশ করে।

বিজেপি গণতন্ত্র রক্ষার কথা বলে, একই সাথে তারা কার্যালয় ধ্বংস করতে পারে, পোস্টার ছিঁড়তে পারে এবং কর্মীদের ভয় দেখাতে পারে - কিন্তু তারা প্রতিটি তৃণমূল কর্মী এবং ন্যায়বিচারে বিশ্বাসী প্রতিটি নাগরিকের মধ্যে থাকা প্রতিরোধের চেতনাকে ধ্বংস করতে পারে না।

আমরা চুপ থাকব না। আমরা পিছু হটব না।

ত্রিপুরা এবং ভারতের মানুষ দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande