দুর্যোগ মোকাবিলায় প্রথম থেকেই সচেতন ছিলেন বলে দাবি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রথম থেকেই তিনি সচেতন ছিলেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিশদ ব্যাখ্যা করেন তিনি। বিকেল ৪টে নাগাদ উত্তরকন্যা থেকে সাংবাদ
দুর্যোগ মোকাবিলায় প্রথম থেকেই সচেতন ছিলেন বলে দাবি মুখ্যমন্ত্রীর


শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রথম থেকেই তিনি সচেতন ছিলেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিশদ ব্যাখ্যা করেন তিনি।

বিকেল ৪টে নাগাদ উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠক শুরু করেন মমতা। উদ্ধারকারী দলের প্রশংসা করে তিনি বলেন, ‘‘৪ তারিখ ভোর ৫টায় ডিজি এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলাম। স্থানীয় স্বাস্থ্য ও জেলা আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। একটা দুর্যোগ ঘটে গেলে উদ্ধারকাজ শুরুর জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হয়।’’

এই সঙ্গে জানান, দুর্যোগ শুরুর দিন সকালেই উত্তরের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন তিনি। প্রয়োজনীয় নির্দেশ দেন তখনই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande