পূর্ব বর্ধমান, ৭ অক্টোবর (হি.স.): জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে ভারতীয় ডাক বিভাগের গাড়ি। মৃত্যু হল গাড়ির চালক-সহ এক ডাক কর্মীর। মঙ্গলবার সকালে কলকাতা থেকে রানীগঞ্জ যাওয়ার পথে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির গলিগ্রামে ডাক বিভাগের রুট ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। চালক দুর্ঘটনাস্থলেই মারা যান। একজন কর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়। ডাক বিভাগের গাড়ি চালকের নাম সঞ্জয় বিশ্বাস (৫০)। তার বাড়ি নদীয়ার তেহট্ট থানার নাটিপোতাতে। দুর্ঘটনায় মৃত ডাক কর্মী গৌতম পালের (৫৩) বাড়ি হুগলির রিষড়ার নতুনপল্লীতে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা