বাগডোগরা, ৭ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দলবদ্ধভাবে নেমে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব— অনেকেই এলাকা ভাগ করে দুর্গত অঞ্চলে যাচ্ছেন। এছাড়াও, আহত দুই বিজেপি নেতার সঙ্গে দেখা করে আশ্বস্ত করার চেষ্টা করছেন।
এদিন বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরির্দশন করবেন তিনি।
এদিকে, এদিন এক বার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল টানা বিগত কয়েকদিন ধরে। শনিবারও প্রবল বৃষ্টি হয়। তারপরেই সব লন্ডভন্ড হয়েছে। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমি ধসের কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ আশ্রয়হীন, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন।
গতকাল থেকে আমাদের যুব কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের পাশে সাধ্যমতন থাকার চেষ্টা করছেন। আজ ময়নাগুড়ি বিধানসভার রামশাই অঞ্চলের রামশাই কাশিয়াবাড়ি এবং ডোববাড়ি এলাকায় এবং ধূপগুড়ি বিধানসভার কুরশামারি এবং জলঢাকা এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি।
এই কঠিন সময়ে আমাদের কর্মীরা নিরলসভাবে দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছেন ত্রাণসামগ্রী—খাবার, ওষুধ, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী। এই সময়ে আমরা মানবতার পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করছি।
আমাদের প্রতিশ্রুতি একটাই উত্তরবঙ্গ একা নয়, বিজেপি আছে পাশে। সবার সহযোগিতায় একসঙ্গে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব।”
প্রসঙ্গত, সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। তার পরের দিনই বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত