বিপর্যয় নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন তুললেন মমতা
শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): ‘‘মানুষ মারা যাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে, অথচ বলা হচ্ছে সেতু ভেঙে মৃত্যু হয়েছে। অন্য রাজ্যেও তো সেতু ভাঙছে।” বিপর্যয় নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন তুললেন মমতা। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির উত্তরকন্যায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্র
বিপর্যয় নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন তুললেন মমতা


শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.): ‘‘মানুষ মারা যাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে, অথচ বলা হচ্ছে সেতু ভেঙে মৃত্যু হয়েছে। অন্য রাজ্যেও তো সেতু ভাঙছে।” বিপর্যয় নিয়ে রাজনীতি কেন, প্রশ্ন তুললেন মমতা। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির উত্তরকন্যায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ”মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি, উত্তর প্রদেশ হিমাচল, উত্তরাখণ্ড— সর্বত্র এত দুর্যোগ হচ্ছে। দেখে নিন কারা কী কাজ করে আর আমরা কী কাজ করি? মহাকুম্ভেও তো বিপর্যয় হয়েছিল। আমরা তো তা নিয়ে রাজনীতি করিনি। গতকাল থেকে নাগরাকাটা ব্রিজের কাজ শুরু করে দিয়েছে পূর্ত দফতর। আমাদের কেন্দ্র এক টাকাও দেয়নি। গত বাজেটেও আপনারা দেখেছেন একমাত্র বাংলাকে টাকা দেওয়া হয়নি।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষ যখন অসহায়তায় ভোগেন, তখন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করতে হয়। তাই আমরা যতটা পেরেছি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাঁদের হাতে সামান্য অর্থসাহায্য তুলে দিয়েছি। ১৫ দিনের মধ্যে চাকরিও দেওয়া হবে তাঁদের।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande