গোকুলনগরে গভীর রাতে বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে আতঙ্ক
বিশালগড় (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : গভীর রাতে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোকুলনগর ভূঁইয়ারমাথা এলাকায়। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় নকুল দাস নামে এক ব্যক্তির বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের
কমলাসাগরে অগ্নিকাণ্ড


বিশালগড় (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : গভীর রাতে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোকুলনগর ভূঁইয়ারমাথা এলাকায়। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় নকুল দাস নামে এক ব্যক্তির বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলা হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত খবর দেন বিশালগড় অগ্নিনির্বাপক দফতরে।

খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের বেশ কিছু সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নকুল দাস। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন— এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande