ধর্মনগরে চোরকে ধরে পুলিশে দিলেন ব্যবসায়ীরা
ধর্মনগর (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মহেশ স্মৃতি রোডে ব্যবসায়ীদের তৎপরতায় এক মোবাইল চোর ধরা পড়ল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জনৈক ব্যবসায়ী জানান, ধৃত যুবকের নাম রোহিত ছেত্রী
ধর্মনগরে চোর আটক


ধর্মনগর (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মহেশ স্মৃতি রোডে ব্যবসায়ীদের তৎপরতায় এক মোবাইল চোর ধরা পড়ল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জনৈক ব্যবসায়ী জানান, ধৃত যুবকের নাম রোহিত ছেত্রী। সে কাঞ্চনপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে ধর্মনগরের বিভিন্ন এলাকায় দোকানে ও বাড়িঘরে চুরি করছিল। জানা গেছে, রোহিত প্রথমে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং তাদের বিশ্বাস অর্জন করে। পরে সুযোগ পেলেই দোকান বা ঘরে হাত সাফাই করে চম্পট দেয়।সাম্প্রতিক সময়ে ধর্মনগরে একাধিক চুরির সাথে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা।

ওই ব্যবসায়ী জানান, তাকে আরও কয়েকদিন আটক করার চেষ্টা করা হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু আজ তা পারেনি। তাকে আটক করে ধর্মনগর থানায় খবর দেওয়া হয় এবং পরে থানা থেকে পুলিশের আধিকারিকরা এসে নিয়ে যায়। জানা যায় সে বাইক চুরির সঙ্গেও জড়িত। পুলিশ রোহিতের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande