কুমারঘাট (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : ফের রেলে কাটা পড়ে মৃত্যু। সোমবার সেকেরকোটে রেলে কাটা পড়ে মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যেই ঊনকোটি জেলার কুমারঘাটে রেলে কাটা পড়ে মৃত্যু। মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাটের কে এন রোড এলাকায় আগরতলা থেকে বেঙ্গালুরুগামী হামসফর এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম স্বপন দেবনাথ। তিনি পেশায় দিনমজুর।
মৃতের মেয়ের জামাই সত্যজিৎ দাস জানান, এদিন সকালে রেল রাস্তার পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁর শ্বশুর। তখনই আগরতলা থেকে আসা হামসফর এক্সপ্রেস তাঁকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই রেললাইন থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তাঁর বাড়িতে। পরে পরিবারের লেকজম ছুটে যান সেখানে এবং দেখতে পান ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। দুটি পা থেতলে গেছে রেলের কাটা পড়ে।
তাঁদের অভিযোগ ওই এলাকায় এমন দুর্ঘটনা এর আগে বহুবার হয়েছে এবং মৃত্যু হয়েছে অনেকের। মূলত সেখানে রাস্তা পারাপারের জন্য একটি ওভারব্রিজ না থাকার ফলেই এভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ ওই জায়গায় ওভারব্রিজ স্থাপনের জন্য বহুবার কর্তৃপক্ষকে দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাঁরা দাবি জানান আগামীদিনে দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় দ্রুত ওভারব্রিজ স্থাপন করার জন্য।
এদিকে এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো প্যাসেঞ্জার ট্রেন আটকে দেয় এলাকার লোকজন। খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরে ডেমো ট্রেনটি ছাড়ার অনুমতি দেয় ক্ষুব্ধ জনতা। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ধর্মনগর থেকে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরাও।
রেল পুলিশের আধিকারিক জিতেন চন্দ্র দাস জানান, কুমারঘাটে কর্তব্যরত রেল পুলিশের কাছ থেকে এই দুর্ঘটনার খবর পেয়েই ছুটে এসেছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখতে পান রেল লাইনের পাশেই পড়ে রয়েছে মৃতদেহ। রেল পুলিশের আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ। বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি কুমারঘাট থানাধীন সুকান্তনগর এলাকায়।
পুলিশ জানায় রেললাইন থেকে মৃত ব্যক্তির বাড়ি ৫০০ মিটার দূরত্বে। সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময়ই ঘটেছে এই দুর্ঘটনা। রেলের ধাক্কায় ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফটিকরায় হাসপাতালের মর্গে।
মৃত ব্যক্তির বাড়িতে স্ত্রী ও এক ছেলে রয়েছে। দুর্ঘটনার জেরে এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ